মালদা

পুরাতন মালদার শুড়িপারা এলাকায় ঐতিহ্যবাহী ঝান্ডা শোভাযাত্রা

পুরাতন মালদার শুড়িপারা ফকির তাকিয়া এবং সাক মোহন ঝান্ডা উৎসব কমিটির যৌথ উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও ঝান্ডা শোভাযাত্রা বের করা হয়। এই ঝান্ডাকে কেন্দ্র করে শুড়িপারা এবং শাকমহন এলাকার দুই প্রান্তে বিশাল জমজমাট জনসমাগম হয়। সেই সঙ্গে ফাতিয়া করা হয।

    এই ঝান্ডা শোভাযাত্রা সম্পর্কে বলতে গিয়ে সফিকুল আলম নামে এক মৌলানা জানান, এই ঝান্ডা পরম্পরা প্রায় ৭০০ বছর ধরে চলে আসছে। আরও জানা গেছে, পান্ডুয়ার পীর সাহেব হযরত মখদুম শাহ তিনি ঈদের নামাজ পড়ে পীরানা পিরে যেতেন আর এক পীর সাহেবের সঙ্গে দেখা করতে। সেই থেকে এই রীতি জারি রয়েছে এবং এই ঝান্ডা উৎসবকে কেন্দ্র করে এলাকার পুরুষ ও মহিলারা তাদের মনোকামনা করেন এবং এখানে শিন্নি ফাতিহা হয় ও দোয়া দুরুদ হয় বলে জানা গেছে।

বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/0rvjXmnhGlM